কেরানীগঞ্জ প্রতিনিধিঃ সরকার ঘোষিত লকডাউন এর প্রথম দিনে সিএনজি অটোরিকশা বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত থাকলেও ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।এ ঘটনায় সিএনজি চালক মোহাম্মদ ইসমাইল মোল্লা (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। আজ (২৮শে জুন) সোমবার দুপুর একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পোস্তগোলা ব্রীজের ঢালে হাসনাবাদ বিআরটিএর সামনে এ ঘটনা ঘটে।নিহত ইসমাইল মোল্লা কোন্ডা ইউনিয়ন এর স্ট্যান্ড বাজার ঘোষকান্দা গ্রামের মৃত কালাই মোল্লার ছেলে। সে স্ত্রী দুই সন্তান নিয়ে ঘোষ কান্দায় নিজ পৈতৃক ভিটায় বসবাস করত। ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এসময় নিহতের আত্মীয় স্বজনের কান্নায় থানার আশেপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।

ঘটনা প্রসঙ্গে ঢাকা মাওয়া সড়কের হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহরাব উদ্দিন বলেন, ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে সিমেন্ট সিট বোঝাই ট্রাকটি ঢাকা-মাওয়া মহাসড়কের পোস্তগোলা ব্রীজের ঢাল দিয়ে নামার সময় সামনের দিক থেকে ইউটার্ন করা সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি ড্রাইভার এর মৃত্যু হয়। এসময় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ঘাতক ট্রাক চালক যশোরের হোগলাডাংগা গ্রামের আসাদুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।