কেরানীগঞ্জে টিভি দেখাকে কেন্দ্র করে যুবতীর আত্মহত্যা

1449
কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জ থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা এক অনার্স পড়ুয়া ছাত্রীর লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। নিহত যুবতীর নাম শম্পা আক্তার(২২)। তার পিতার নাম মোঃ জয়নাল, সে পেশায় একজন মাছ ব্যবসায়ী।
গতকাল (৫ই জুন) শনিবার রাত বারোটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার মনু ব্যাপারীর ঢাল এলাকার গোপ পাড় আহাম্মদের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই হুমায়ুন কবির জানান, রাত বারোটার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করি। প্রাথমিক তদন্তে জানা যায়, টিভি দেখাকে কেন্দ্র করে ভাই বোনের ঝগড়া হলে ঝগড়ার এক পর্যায়ে রাগে অভিমানে পাশের ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।