কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ , মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু সালাম মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি দপ্তরের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অন্যদিকে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালন করা হয় মডেল থানা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম-আহবায়ক শফিউল আজম খান বারকু, আলতাফ হোসেন বিপ্লব প্রমুখ।
উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠন।