কেরানীগঞ্জ প্রতিনিধিঃ“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগান কে সামনে রেখে কেরানীগঞ্জে পালিত হলো জাতীয় যুব দিবস।
বুধবার সকাল ১১ টায় কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তন হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ফকরুল আশরাফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জহির উদ্দিন,যুব উন্নয়ন কর্মকর্তা বেগম ইয়াসমিন।
দিবসটি উপলক্ষে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজয় ইসলাম রাসেল। যুব দিবস উপলক্ষে ঋনের চেক ও প্রশিক্ষণ সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে পোষাক তৈরি প্রশিক্ষণ কাজের উদ্বোধন করেন সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।