কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(৪ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।
মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, সাবেক সাধারণ সম্পাদক ও কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহের আলী, সাবেক সাধারণ সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এম এ এইচ আবিদ, শাহজালাল অপু,রেজাউল করিম রিপন, সোহেল মাহমুদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে দেশ ও জাতি গঠনে ছাত্রলীগের ভূমিকা তুলে ধরার পাশাপাশি অনলাইনে গুজব রটানোকারীদের বিরুদ্ধে ছাত্রলীগকে সজাগ থাকার আহবান জানান।
Show quoted text