কেরানীগঞ্জে চুলাই মদসহ মাদক কারবারি আটক

312

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার কেরানীগঞ্জ হতে দশ কেজি চুলাই মদসহ আলাউদ্দিন (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। ৫ মার্চ (শনিবার) দিবাগত রাত সাড়ে দশটার দিকে কলাতিয়া পুলিশ ফাঁড়ির একটি বিশেষ টিম তারানগর ইউনিয়নের সিরাজনগর পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে আটক করে। এলাকার চিহৃিত আটক ব্যাবসায়ী আলাউদ্দিন গ্রামের মৃত আদম আলীর ছেলে এবং একাধিক মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সালাম মিয়া।