কেরানীগঞ্জে চুরি হওয়া টিভি ফিরে পেয়ে মালিকের স্বস্তি

1251

সামসুল ইসলাম সনেটঃ বহু কষ্টে কেনা ৪৩ ইঞ্চি এলইডি টেলিভিশনটি চুরি হয়ে যায় গত ১৫ মে সকাল ৮ টা থেকে ১৬ মে সকাল ৭ টার মধ্যে কোন এক সময়ে। চিন্তার শেষ নেই টিভির মালিক কেরানীগঞ্জ মডেল থানার শিকারীটোলা গ্রামের প্রসেনজিৎ মোদকের। যে কোন মূল্যে টিভিটি তার চাই-ই চাই। বহু খোজাখুজি পর কোন ক্লু না পেয়ে টিভি উদ্ধার পুলিশের শরণাপন্ন হলেন তিনি। গত ২৮ মে থানায় মামলা হওয়ার সাথে সাথেই অভিযানে নামে পুলিশ। পুলিশ পরিদর্শক আবজালুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সেদিনই আটক করা হয় পুরাতন ভাড়ালিয়া গ্রামের ভাড়াটিয়া বেল্লাল হোসেন জনি(৩০)কে। পরে তার দেওয়া তথ্যে আটক করা হয় চোর সিন্ডিকেটের সদস্যা সজিব(২০)কে। তারা উয়য়ে স্বীকার করে ঘটনার দিন অর্থাৎ ১৫ মে রাত ৩ঃ৩০ মিনিটে বাদীর ঘরের তালা ভেঙে তারা দু’জনসহ আনোয়ার হোসেন(৪৫) টিভিটি চুরি করে সিকদার মেডিকেল কলেজ সংলগ্ন চোরাই মাল কেনা-বেচা চক্রের সদস্য মনির হাওলাদার)(৩৬) এর বাসায় রাখে। পরে পুলিশ বাদীর শনাক্তে টিভিটি উদ্ধার করে আজ ১ জুন (বুধবার) আদালতের মাধ্যে বাদী ফেরত দেয় এবং চুরি হওয়া মালামাল রাখার দায়ে মনির হাওলাদারকেও আটক দেখানো হয়। টিভি ফিরে পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ কে ধন্যবাদ জানিয়েছে টিভির মালিক।

এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সালাম মিয়া পিপিএম বলেন, চুরি হওয়া জিনিসটি তুলনামূলক ছোট হলেও পুলিশ বিষয়টি মানবিক ভাবে দেখেছে, এবং পুলিশের অক্লান্ত পরিশ্রমে অভিযানটি সফল হয়েছে। টিভিটি মালিককে ফিরিয়ে দিতে পেরে স্বস্তি বোধ করছি। জনস্বার্থে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সব সময় জনগণের পাশে থাকবে।