কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

994

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন দগ্ধ হয়েছে। আজ ১৫ জুলাই (বৃহস্পতিবার) রাত ৮ টার দিকে কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে স্থানীয় সিরাজ মিয়ার ছেলে রাজু(৩০),মেয়ে শারমিন(২৫) , রাজুর দুই শিশু কন্যা রোজা(২) ও জান্নাত(৪) এবং পার্শ্ববর্তী মোতালেব মিয়ার ছেলে হাবিব (২০) মারাত্বক ভাবে আহত হয়। আহতদের দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতালে) প্রেরণ করা হয়। তাছাড়া রশিদ মিয়ার ছেলে মান্নান(২৬) কিছুটা আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

কোন্ডা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার আবু বকর জানান, আহত রাজু রান্না করতে গিয়ে গ্যাসের একটি চুলা বারবার চালু করার ফলে ছোট রুমটি গ্যাসে ভরে যায়। পরে ম্যাচ দিয়ে চুলায় আগুন লাগাতে গেলে ঘরটিতে আগুন লেগে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে মান্নাফ ছাড়া সকলের অবস্থাই আশংকাজনক বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।