কেরানীগঞ্জে গাছে প্রবাসীর ঝুলন্ত লাশ

624

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে শফিকুল ইসলাম ( ৩২ ) নামে এক কুয়েত প্রবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ । বুধবার সকাল সাড়ে ৭ টায় তেঘরিয়া ইউনিয়নের কলাকান্দি বালুর মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে । সুরতহাল রিপাের্ট শেষে লাশটি ময়না তদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে । দক্ষিন কেরানীগঞ্জ থানার এস আই আবদুল কদুস জানান , সকালে এলাকাবাসী থানায় খবর দিলে ঘটনাস্থল তেঘরিয়া কলাকান্দি ভূইয়া আবাসিক প্রকল্পের নাজিমুদ্দিনের প্লটের কড়ই গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করি । এসময় লাশটির দু ‘ হাত বাঁধা অবস্থায় ছিলাে । তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । প্রবাসী শফিকুল ইসলাম তেঘরিয়া কলাকান্দি এলাকার মৃত্যু হাজী মােঃ লিয়াকত আলীর ছােট ছেলে । সে প্রায় ১৫ বছর যাবত কুয়েতে প্রবাসী হিসেবে কাজ করেছেন । নিহত শফিকুলের বড় ভাই শামসুদ্দিন মিয়া জানান , শফিকুল ইসলাম দু’দিন আগে স্ত্রীর সাথে বাসা থেকে রাগ করে বের হয় । আমরা অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান পাইনি । আজ সকালে তার লাশ এর খবর পাই যে সে ফাঁসি দিয়েছে । দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আবুল কালাম আজাদ জানান , বুধবার সকালে তেঘরিয়া কলাকান্দি এলাকা থেকে শফিকুল ইসলাম নামের এক যুবকের ঝুলন্ত লাশ করা হয়েছে । এ ঘটনায় তার বড় ভাই শামসুল হক থানায় একটি অভিযােগ দায়ের করে অভিযােগের প্রেক্ষিতে তদন্ত চলমান রয়েছে ।