কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। র্যাব -১০ এর মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার (৩১শে জুলাই) মধ্যরাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ছয় লক্ষ একান্ন হাজার টাকা মূল্যের দুই হাজার একশত সত্তর পিস ইয়াবা ট্যাবলেটসহ রোকেয়া (৩০) ও মো. জালাল (৩৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং কেরানীগঞ্জ ও ঢাকার আশেপাশে মাদক সরবরাহ করে বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।