শামসুল ইসলাম সনেটঃ ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে কেরানীগঞ্জ থেকে চ্যাম্পিয়ন হয়েছে সোনাকান্দা উচ্চবিদ্যালয়। আজ ১৯ জানুয়ারি (বুধবার) কেরানীগঞ্জ উপজেলা মাঠে অনুষ্ঠিত খেলায় তারা নয়াবাজার উচ্চ বিদ্যালয়কে সরাসরি (২-০) সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এর আগে সেমিফাইনালে সোনাকান্দা উচ্চবিদ্যালয় আটি পাঁচদোনা স্কুলকে এবং নয়াবাজার উচ্চবিদ্যালয় রাজাবাড়ি স্কুল এন্ড কলেজকে পরাজিত করে ফাইনালে উঠে। রোহিতপুরের সোনাকান্দা উচ্চবিদ্যালয় জেলা পর্যায়ে কেরানীগঞ্জের প্রতিনিধিত্ব করবে। পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ পারফরম্যান্স করে নজর কেড়েছে সোনাকান্দা উচ্চবিদ্যালয়ের সানি, আবু সাঈদ,আলামিন,ফাহাদরা।
একই দিনের সকালে প্রমিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় রাজাবাড়ি স্কুল এন্ড কলেজ। ফাইনালে তারা আটি পাঁচদোনা স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আর্জন করে।