কেরানীগঞ্জে আগ্নেয়অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

454

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ হতে আগ্নেয়অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। ২৩ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) দিবাগত রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার নাজিরাবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম বিল্লাল(৩২) । এসময় তার নিকট থেকে ১টি ওয়ান শুটার গান, ৩টি কার্তুজ (গুলি) ও ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ ঢাকা-মাওয়া হাইওয়ে ও বাবুবাজার ব্রীজে ছিনতাই, ডাকাতি ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো বলে জানা যায়। এছাড়া তার বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ ও কেরাণীগঞ্জ মডেল থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকের ০৫টি মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।