কেরানীগঞ্জের শাক্তা ও হযরতপুরে নৌকার গণসংযোগ

844

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ  আসন্ন ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকার কেরানীগঞ্জের দু’টি ইউনিয়নে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা আওয়ামী লীগের। আজ ১৭ নভেম্বর (বুধবার) সকালে উপজেলার আটিবার এলাকায় নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে গণসংযোগ করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। এসময় সাথে ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম-আহবায়ক শফিউল আজম বারকু, আলতাফ হোসেন বিপ্লব, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক, শাক্তা ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান হাজী মোঃ লিটন সহ অনেকে।

একই দিন বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন আয়নালের পক্ষে জনসভা করে ইউনিয়ন আওয়ামী লীগ। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শফিউল আজম খান বারকু, আলতাফ হোসেন বিপ্লব, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ আলো বেগম, রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুকসহ অনেকে। সভায় বক্তারা ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকলের মূল্যবান ভোট প্রার্থনা করেন।