কেরানীগঞ্জের রোহিতপুরে সন্তান জন্ম দিতে গিয়ে কিশোরী মায়ের মৃত্যু

1841

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের লাখিরচর গ্রামে সন্তান জন্ম দিতে গিয়ে খাদিজা আক্তার(১৭) নামের এক কিশোরী মায়ের মৃত্যু হয়েছে। মৃত খাদিজা লাখিরচর আবাসন প্রকল্পের প্রবাসী লেহাজ উদ্দিন এর মেয়ে। আজ ৯ জুলাই(শুক্রবার) ভোরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে ৮ জুলাই বৃহস্পতিবার রাত ৩ টার দিকে নিজ বাড়িতেই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় এ মা। প্রসবের পর দুই ঘন্টা মোটামুটি সুস্থ থাকলেও ধীরে ধীরে তার অসুস্থতা বাড়তে থাকলে মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরিবারের একমাত্র মেয়েকে হারিয়ে স্বজনরা পাগল প্রায়।

গত বছর একই এলাকার হাবিবুর রহমান হাবুর ছেলে আব্দুল জলিলের সাথে বিয়ে হয় খাদিজার। কম বয়সে বিয়ে এবং বাচ্চা নেওয়ার কারণেই এই মৃত্যু বলে মনে করছেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছে তার পরিবার।