কেরানীগঞ্জের রোহিতপুরে ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

494

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের অন্তর্ভুক্ত রোহিতপুর ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।

রোহিতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলামিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী, ঢাকা জেলা পরিষদ সদস্য ও জেলা যুব মহিলা লীগের সভাপতি শিলারা ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কেরানীগঞ্জ মডেল থানা সেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন মাষ্টার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য জজ মিয়া মেম্বার, মোঃ অহেদুল হক, ঢাকা জেলা ছাত্রলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিক, সরকারি ইস্পাহানি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহজালাল অপু, সাধারণ সম্পাদক নুরে আলম, ছাত্রলীগ নেতা রেজাউল কবির রিপন, হিদুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসান, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।

বক্তারা সকলেই কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদকে আগামী সংসদ নির্বাচনে এমপি হিসেবে দেখতে চেয়ে বক্তব্য রাখেন। ছাত্রলীগের পরবর্তী প্রতিটি সভা সমাবেশকে শাহীন আহমেদ এর নির্বাচনী সভা হিসেবে ঘোষণা দেন।