কেরানীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ডাঃ নূর মোহাম্মদ আর নাই

293

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া বাঘৈর এলাকার ১৯৭১ রনাঙ্গণের অকুতোভয় দুঃসাহসী সৈনিক ,বীর মুক্তিযোদ্ধা ডাঃ নূর মোহাম্মদ ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৯২ বছর । আজ ১৫ আগষ্ট ২০২১ রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টার দিকে ভারতের নয়া দিল্লির মেডেন্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বীর মুক্তিযোদ্ধা ডাঃ নূর মোহাম্মদ স্ত্রী মনোয়ারা বেগম, চার পুত্র, জেষ্টপু্ত্র ফারুক আহমেদ, মেজো পুত্র সেলিম আহমেদ , সেজো পুত্র কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের আহ্বায়ক শাহীন আহমেদ, কনিষ্ঠ পুত্র শিপু আহমেদ, ২ কন্যা, বড় বনানী আক্তার লাখী, ছোট কন্যা তাহমিনা ইসলাম লিপি, নাতি – নাতনিসহ আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুর মোহাম্মদের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা ৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামরুল ইসলাম।প্রায় দেড় মাস পূর্বে হৃদ রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ঢাকার হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছিলেন । উন্নত চিকিৎসার জন্য প্রায় ১৪ দিন পূর্বে তাকে ভারতের নয়া দিল্লির মেডেন্টা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাঃ নুর মোহাম্মদ মারা যান। তার লাশ এখনো ভারতে রয়েছে, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। মরহুমের মরদেহ বাংলাদেশে পৌঁছলে কেরানীগঞ্জ দক্ষিণ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের আলীয়া পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।