কেরানীগঞ্জের খাল বিল ও জলাশয়ে বালু ভরাট করা যাবে নাঃ ডিসি ঢাকা জেলা

289
কেরানীগঞ্জে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষের সাথে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আনিসুর রহমান বলেন আমরা সবাই স্মার্ট বাংলাদেশ বিনার মানে কাজ করে যাচ্ছি। রাজধানী ঢাকার অতি সন্নিকটে কেরানীগঞ্জ অবস্থিত। তাই কেরানীগঞ্জকেও  পরিপাটি সুন্দরভাবে গড়ে তুলতে হবে। কেরানীগঞ্জের খাল বিল ও জলাশয় কেউ যেন বালু ভরাট করতে না পারে সেজন্য সবার লক্ষ্য রাখতে হবে।
মঙ্গলবার (১৭ অক্টোবর)  সকাল ১২টায় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে  উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।  কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মমধ্যে বক্তব্য রাখেন,কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুললাহ,  কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিন সহকারী কমিশনার(ভূমি) মনিজা খাতুন,রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল আলী,কেরানীগঞ্জ বনিক সমিতির নেতা বদিউল আলম,কেরানীগঞ্জ মডেল থানা অফিসা ইনচার্জ মামুন অর রশিদ,দক্ষিন কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ  মোহাম্মদ শাহজামান প্রমুখ।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার  বিভিন্ন সরকারি কর্মকর্তাগন,মুক্তিযোদ্ধা,স্কুল-কলেজ,মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ হিন্দুসম্প্রদায়ের নেতাগন। ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান,সকালে মডেল থানা, জেলা প্রশাসন শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়,  কেরানীগঞ্জ ভূমি অফিস ও ছাগলাকান্দি কোল ফিশারিসহ বিভিন্ন  প্রতিষ্ঠান  পরিদর্শন করেন।