কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে হাজতি মৃত্যু 

42

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মো: কাউসার ওরফে শফিক (৫২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

আজ সন্ধ্যায় বুকে ব্যথা ও তীব্র শ্বাসকষ্ট সমস্যা জনিত কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো: কাউসার ওরফে শফিক ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা বান্দুরা গ্রামের মঞ্জু মিয়া ছেলে। তিনি মাদক মামলার আসামী আসামি। তার হাজতি নং-৪৭৮৮৬ ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় আসামীকে অসুস্থ অবস্থায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।