কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রেজাউল কবীর পল গ্রেপ্তার

279

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার কেরানীগঞ্জে নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রেজাউল কবীর পলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০’র অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা নাশকতা মামলায় (মামলা নং-৬২, তারিখ-৩০/১০/২০২৩ খ্রি. ১১৪/৫০৬/(২)/৩৪ ও বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪) তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রেজাউল কবীর পল (৫০), তিনি কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা হাউলী এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব ১০’র অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন।

এর আগে বৃহস্পতিবার (৯ নভেম্বর) মধ্যরাতে ধানমন্ডির বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করীম পলকে বাসা থেকে তুলে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তারা সাদা পোশাকে ছিলেন এবং নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়েছেন