কলাতিয়ার নৌকার প্রার্থী তাহের আলীর মনোনয়ন পত্র দাখিল।

356

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলার পরিচিত মুখ,অত্র ইউনিয়ন পরিষদের নির্বাচিত দুইবারের সফল ও জনপ্রিয় চেয়ারম্যান মোঃ তাহের আলী। আজ ৩১ অক্টোবর(রবিবার) দুপুরে বিপুল সংখ্যক সমর্থক ও দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসার মোঃ তাইবুর রহমানের নিকট তার মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সাথে ছিলেন, ঢাকা জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন খোকন, সরকারি ইস্পাহানি কলেজে ছাত্রলীগের সভাপতি শাহজালাল অপু, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন রুবেল, সোহেল মাহমুদ, রেজাউল করিম রিপন প্রমুখ।