এক ঘন্টায় দখল মুক্ত জিনজিরা-কদমতলী মোড়ের ফুটপাত

74

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে মহা সড়ক সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমাণ দোকান-পাটে উচ্ছেদে চালিয়েছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার প্রাণকেন্দ্র কদমতলীসহ এর আসেপাশের প্রায় এক কিলোমিটার রাস্তায় গড়ে ওঠা অবৈধ দোকানপাটসহ সিএনজি ও প্রাইভেটকার স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। পুরো অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুনুর রশিদ।

এ সময় অবৈধ দখলদারদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগনের ট্যাক্সের টাকায় আমরা বেতন পাই। সাধারণ জনগণের কোন দুর্ভোগ আমরা মেনে নিব না। নির্বিঘ্নে চলাচলে কেউ বাঁধা সৃষ্টি করলে সে যেই হোক আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এর আগে মঙ্গলবার(৩০ আগস্ট) ঢাকা জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান কেরানীগঞ্জে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কদমতলীতে অবৈধ দোকানপাট উচ্ছেদের ঘোষণা দেন। এরই অংশ হিসেবে আজ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।