ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের সফল নাশিদশিল্পী মাহফুজুল আলম

296

নিজস্ব প্রতিবেদকঃ নাশিদ শিল্পী মাহফুজুল আলম,যার জন্মস্থান নরসিংদী। ছোটবেলা থেকেই নাশিদ গেয়ে কুড়িয়েছেন দর্শকদের জনপ্রিয়তা। ছোটবেলা থেকে নাশিদ গাইলেও এই শিল্পী ২০১০ থেকে নিয়মিত নাশিদ গাইছেন কলরবের শিল্পী হয়ে।

এ পর্যন্ত ২০ টিরও বেশি একক নাশিদ এবং ৩০ টিরও বেশি কোরাস নাশিদ রয়েছে এই শিল্পীর।
বর্তমানে তিনি পড়াশোনার পাশাপাশি কলরবের একজন সিনিয়র শিল্পী এবং নাশিদের কম্পোজার হিসেবে কাজ করে যাচ্ছেন সফলভাবে।
২০১০ সালে কলরবে কাজ শুরু করেন এবং মায়ের কথা, তোমার বন্ধু উপর তলায় বাসা, স্বয়নে স্বপনে মা সহ বেশ কয়েকটি নাশিদ ছোটবেলায় রিলিজ হয় যা ইসলামী সংগীত প্রেমিদের মনে আজো গেঁথে আছে।
বড় হয়ে ত্রিভুবনের প্রিয় মুহাম্মাদ, হৃদয় মাঝে মালা গাঁথি, আমি চাইনা বাঁচতে, নবী মোর পরশমনি, নাতে রাসুল, প্রিয় বাবাসহ অসংখ্য নাশিদ গেয়ে নিজের সংগীত ক্যারিয়ার উজ্জল করেছেন।

বর্তমানে তিনি কলরবের শিল্পীসহ হলি টিউন স্টুডিওর সাউন্ড ডিজাইনার দায়িত্ব পালন করছেন।
ইউটিউবে শিল্পীর ব্যক্তিগত চ্যানেল রয়েছে যার সাথে যুক্ত রয়েছেন ১লক্ষ ৬০ হাজার মানুষ,যেখানে তিনি নিয়মিত নাশিদ রিলিজ করেন।শিল্পী দর্শক শ্রোতাদের ভালোবাসা নিয়ে আরো অনেকদুর এগিয়ে যেতে চান।