কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের আয়োজনে জেলা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় কেরানীগঞ্জ মডেল থানার আটিবাজার সুচনা কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাজী মোঃ দ্বীন ইসলামের সভাপতিত্বে এবং আরিফ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
এতে ঢাকা জেলা দক্ষিণ ও পশ্চিমের পূর্বের কমিটি বিলুপ্ত ও একিভূত করে মোঃ আলামিন কে সভাপতি ও নুরে আলম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ঢাকা জেলা দক্ষিণ ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আল আমিন, ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণের সভাপতি শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ অনেকে।