নিজস্ব প্রতিবেদকঃ সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আতশবাজি ও ফানুস উড়িয়ে ২০২১ সালকে বিদায় ও ২০২২ সালকে বরণ করে নিয়েছে মানুষ। এদিকে ফানুস উড়ানোসহ নানা কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের সংবাদ দিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম।
শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেন ডিউটি অফিসার
ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ ও কেরানীগঞ্জসহ বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে কেরানীগঞ্জ ফায়ারসার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে উপজেলার মালঞ্চ এলাকায় একটি বৈদ্যুতিক খুটিতে আগুনের ঘটনা ঘটেছে, তবে সেটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিলো। ফায়ারসার্ভিস কর্মীদের সামান্য প্রচেষ্টাই আগুন নিয়ন্ত্রণে এসেছে।