নিজস্ব প্রতিবেদকঃ ডিবিসি নিউজ টিভি চ্যানেলের বরিশালের বুরো চিপ হিন্দুধর্মাবলম্বী সাংবাদিক অপূর্ব অপুর অসুস্থতার খবর শুনে তার বাসায় ছুটে যান ইসলামি আন্দোলনের সিনিয়র নাইবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ ফজলুল করিম। পরে অসুস্থ সাংবাদিকের সুস্থতার জন্য দোয়া করেন এবং নিজ হাতে অপূর্ব অপুকে ফল খাইয়ে দেন ইসলামী আন্দোলনের এই নেতা।