অতিরিক্ত মূল্য ও ওজনে কম দেওয়ায় কেরানীগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

508

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর বাজারে অভিযান চালিয়েছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। আজ ৫ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিক্রি ও ওজনে কম দেয়াসহ অন্যান্য অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৭ ও ৫৩ ধারা

পাঁচ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ২২ হাজার টাকা জরিমানা প্রদান করে বাকিদের সাবধান করে দেয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা অনুযায়ী পন্য সামগ্রী বিক্রি করতে বলা হয়। ভ্রাম্যমাণ আদালকে সার্কিক সহায়তায় প্রদান করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
থাকবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।